অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে কম্বল-চাউল বিতরণ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ২০০ জন অস্বচ্ছল সদস্যদের মাঝে কম্বল ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সমিতির কার্যালয় থেকে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ।
সভায় মো. নাসির উদ্দিন মন্টু কেন্দ্রীয় কমিটি কর্তৃক কম্বল ক্রয় ও বিতরণের জন্য অর্থ বরাদ্দ এবং জেলা প্রশাসক কর্তৃক ২ হাজার কেজি চাউল বরাদ্দ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সভাকে এই মর্মে অবহিত করেন যে, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মোমেন গত ১০জানুয়ারি বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। সভায় মরহুমের বর্ণাঢ্যময় জীবনের উপর আলোকপাত করে উপস্থিত বক্তাগণ বক্তব্য রাখেন ও তার রুহের মাগফেরাত ও জান্নাতবাস কামনা করে আল্লাহপাকের দরবারে মোনাজাত করা হয় এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ দেশ ও জাতিকে দীর্ঘ বৎসর সেবা দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সরকারি উচ্চ মহলকে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি সু-দৃষ্টি দেওয়ার আহ্বান জানান এবং অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের সরকারি হাসপাতালে সুলভে চিকিৎসা গ্রহণ ও সন্তানদের শিক্ষা গ্রহণের সহায়তা প্রদানে সরকারের প্রতি বিনীত আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন দেওয়ান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে সরকার থেকে আরো ত্রাণ সামগ্রী সংগ্রহ করে পুনরায় আপনাদের মাঝে বিতরণ করা হবে। তিনি উপস্থিত সদস্যদেরকে ধৈর্য্য সহকারে ত্রাণ সামগ্রী গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করেন এবং আগামী ফেব্রুয়ারী মাসে সংগঠনের পক্ষ থেকে আমরা আনন্দ ভ্রমনে যাব। তৎজ্জন্য সংগঠনের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন সম্মানীত উপদেষ্টা নিপেন্দ্র নাথ ভদ্র, হাজী তাজ মোহাম্মদ, হাজী আ. রহমান, কোষাধ্যক্ষ মো. আখতারুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. আউয়াল ঢালী, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল সালাম, কার্যকরী সদস্য যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, কার্যকরী সদস্য আ. বারী মিয়া, মো. আব্দুর রহমান প্রমুখ।