রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led01Led02সদর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় ব্যবহৃত ধারালো চাকুসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম চান্দি বাবু, সে মামলার ৩নং আসামী বলে জানিয়েছে পুলিশ। এনিয়ে সীমান্ত হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে এই ঘটনার অন্যতম হোতা। গ্রেফতারকৃতকে আদালতে আনা হয়েছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর সীমান্ত হত্যার ঘটনায় অনিক (২৮) অনিক নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি জব্দ করা হয়। পর দিন, ১৮ ডিসেম্বর আকাশ ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে, গ্রেফতারকৃতরা এই হত্যাকান্ডের ব্যাপারে জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে কলেজের উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

RSS
Follow by Email