হকার ও যানজট মুক্ত করতে ডিসি-এসপি অফিস ঘেরাও করবো: জীবন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, এখানে মাসুদুজ্জামানের ডাকে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা এসেছেন। আমরা কেমন নারায়ণগঞ্জ চাই সেটা আমরা জানিয়েছি। এখন সেইটা বাস্তবায়নের জন্য কর্মসূচি আপনাকে দিতে হবে। আমাদের হকার মুক্ত করতে হবে নগরীকে যানজট মুক্ত করতে হবে। প্রয়োজনের ডিসি ও এসপি অফিস ঘেরাও করব। না হলে কাজ হবে না।
শনিবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণ হয়ে আরেকটি একই রকম পরিস্থিতিতে পড়ে গেছি। মেয়ের আইভি ভালো কাজও করেছে, খারাপ কাজও করেছে, কিন্তু তাকে অনেক কাজ করতে দেওয়া হয় নাই। হকার উচ্ছেদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এখানে অনেকে আছেন যারা এর পক্ষে আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু হকার উচ্ছেদ হয়নি কারণ ওই স্বৈরাচারীর সরকার শেখ হাসিনার প্রতিনিধি শামীম ওসমান করতে দেয়নি। উনি প্রায় বলতেন গরিবের পেটে লাথি মারবেন না। কিন্তু আসল বিষয়টা হলো এখানে হকার্সরা হকার লীগ তৈরি করেছিল। যখন তার জনসভা হত হকাররা তার বউ বাচ্চা নিয়ে সেই জনসভায় উপস্থিত হতো। এছাড়া হকারদের কাছ থেকে টাকা পয়সা পেতেন। এখানে সাখাওয়াত ভাইয়ের কাছে প্রতি মাসে ১০ লাখ টাকার একটি অফার এসেছিল। তারা বলেছিল আমাদের এখানে বসতে দেন প্রতিমাসে এই টাকা দিবো। কিন্তু সাখাওয়াত ভাই সেই অফারটা রিজেক্ট করে আমাদের জানিয়েছিল। এই নিয়ে পত্রপত্রিকায় নিউজ হয়েছে। কিন্তু এটা উপকার হয়নি, উল্টো পুরো সড়কটি হকাররা দখল করে নিয়েছে।
তিনি বলেন, আরেকটা বিষয় চানমারির পাশে একটি মসজিদ থাকা সত্ত্বেও সড়কের মাঝখানের এই মসজিদটা কেন সরানো হচ্ছে না। এখানে অনেকেই অভিযোগ করলেন যে লিংক রোডের এই অংশটুকু পার হতে ৩০ মিনিটের বেশি সময় লাগে। এই রাস্তাটুকু ঠিক করতে কত টাকা লাগে? শত শত কোটি টাকা দিয়ে আগের রাস্তা গুলো ঠিক করা হয়েছে। এগুলো ঠিক করতে আমাদের বাধ্য করতে হবে। প্রয়োজনে আল্টিমেটাম দিন আমরা লাগাতার কর্মসূচি দিবো। আগামী সরকার কতদিন পরে আসে সেই আশায় বসে থাকলে চলবে না। আগামীতে যে সরকার আসবে সেই সরকার কখনো গডফাদার তৈরি হতে দেবে না পাঁচই আগস্টের স্পিরিট এটাই। টিপু ভাইকে বলেছেন বিএনপি বিএনপির মধ্যে সন্ত্রাসীদের ক্রসফায়ারে মেরেছে। এটা সত্যের সাক্ষী আমরা সবাই। ৫ আগস্টের লক্ষ্যই হলো কোন মাদক, গডফাদার, সন্ত্রাসী ও চাঁদাবাজি থাকবে না সমাজে। আমাদের কাছে ফোর্স নেই যে আমরা ফোর্স নিয়ে হকার উচ্ছেদ করবো তবে এটা ডিসি এসপিরা পারবে। সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন ঘেরাও করবো আপনি কর্মসূচি দেন। আপনি কর্মসূচিতে আমরা সবাই থাকবো।
বৈঠকে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক এডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ।