শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led04রাজনীতি

মাঠে না থেকে গোল টেবিলে কথা বলবো, এই হলে চলবে না: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, যানজট মুক্ত, গ্যাস-বিদ্যুৎ চুরি মুক্ত, স্কুল-কলেজের কমিটির নামে যে সন্ত্রাস-কাদা ছুরাছুরি সেটি মুক্ত এক নারায়ণগঞ্জ আমি চাই। সন্ত্রাস, যানজট, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের মাঠে থাকতে হবে, কিন্তু আমরা তা করি না। আসুন গোল টেবিল বৈঠকে সুন্দর মিষ্টি ভাষায় কথা না বলে, যেখানে সন্ত্রাস-দখলদারিত্ব সেখানে আমরা সবাই দাঁড়াবো।

শনিবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন।

এড. টিপু বলেন, এখানে একটি রাজনৈতিক দলের নামে বহু গডফাদার তৈরি হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার গডফাদার সৃষ্টি করেছে। শেখ হাসিনা ওনার দলে গডফাদার সৃষ্টি করতে ভালোবাসেন। কিন্তু বিএনপির আমলে যত গডফাদার সৃষ্টি হয়েছিলো তাদেরকে ক্রসফায়ার দিয়ে শেষ করে দিয়েছেন। আশা করি বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে তাহলে সেই কাজটিই করবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা নামটি অনেক সম্মানিত। এই নামটি ব্যবহার করে অনেকে অনেক অপকর্ম করেন। কিছুক্ষন আগে মাসুম ভাই এমনই একজন ব্যাক্তির নাম বললেন (মোহাম্মদ আলী)। যখনই কোন দল ক্ষমতায় আসে, তখন মুক্তিযোদ্ধা সংসদের ট্যাগ লাগিয়ে গডফাদারদের পাশে থাকতে চান। আর উনি ওইসকল গডফাদারদের বড় গডফাদার। ওই গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ চাই। এই প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকদের বলতে চাই, আমিও যদি সন্ত্রাস, চাঁদাবাজি করি; আপনারা আমার বিরুদ্ধেও লিখবেন। সংবাদপত্র বিগত ১৬ বছর স্বাধীন ছিলো না, এখন স্বাধীন।

তিনি আরও বলেন, আমরা যারা এখানে নিজেদের অভিভাবক দাবি করছি, আসুন আমরা সবাই ওইসকল গডফাদারদের দোষরদের বিরুদ্ধে মাঠে থাকি। মাঠে না থেকে গোল টেবিলে কথা বলবো, বিভিন্ন পত্র-পত্রিকায় নাম আসবে; এই পর্যন্ত হলে চলবে না। মাঠে থাকতে হবে। আসুন শপথ করি, যেই কোন রাজনৈতিক গডফাদারের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো।

এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আমরা নারায়ণগঞ্জবাসীর সভপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক এডভোকেট আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

RSS
Follow by Email