শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led03রাজনীতি

ভোটের বিনিময়ে টাকা এই প্রবর্তক হচ্ছে মোহাম্মদ আলী: এড. মাসুম

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, চিটাগাং এর পর আমরা সবচেয়ে বেশি ট্যাক্স দেই। আর আমরা নারায়ণগঞ্জবাসী সবচেয়ে বঞ্চিত। সরকারের কাছে আমার দাবি, যেভাবে আমাদের কাছ থেকে রাজস্ব নিচ্ছেন ঠিক সমপরিমান আমাদের উন্নয়ন দিতে হবে। এটা যদি তা না দেয়, তাহলে আমাদের সরকারকে বাধ্য করতে হবে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন।

এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, আমি ভালো নারায়ণগঞ্জ চাই, আমি সুন্দর নারায়ণগঞ্জ চাই, আমি স্বপ্ন দেখতে চাই আবার সেই স্বপ্ন বাস্তবায়নও করতে চাই। আজ আমার চাষাঢ়া থেকে ২নং গেইট যেতে ১ ঘন্টা সময় লাগে। এটা নিরসন করতে হবে। এটা কে করবে? ট্রাফিক বিভাগ করবে। আগে দায়িত্বে ছিলো ইন্সপেক্টর, এখন হয়েছে এডিশনাল এসপি। বড় বেতনে বড় চাকুরিজীবী এসেছে, কিন্তু সমস্যা সমাধান হয় নাই। এখন আপনারা দেখতে পারবেন যে, সব জুনিয়র ছেলে গুলো ট্রাফিক হয়েছে। তারা বসে থাকে আর কমিউনিটি পুলিশের লোক দিয়ে সব কাজ করাচ্ছে। মনে হয় কি যে, আগস্ট বিপ্লবে সৈরাচার পতনের যে অন্যায় করেছি , সেই কারণে ট্রাফিক বিভাগ আমাদের উপর প্রতিশোধ তুলছে যানজট করে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর এক ব্যাক্তি বিকেএমইএকে দখল করে রেখেছিলো। আজ আমরা দেখছি বিকেএমইএর শুধু সভাপতি পরিবর্তন হয়েছে। বাকি পুলো কমিটিই রয়ে গেছে। সেখানে সেলিম ওসমানের মেয়ের জামাইও আছে, তার দোষররাও আছে। আজ পেছন থেকে ইন্ধন দেয় একজন, তিনি হলেন মোহাম্মদ আলী। বিকেএমইএ, ইয়ার্ন মার্চেন্ড, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেলস ক্লাব এমন কোন নির্বাচন নাই যেই নির্বাচনে সে বাঁধা দেয় নাই। ভোটের বিনিময়ে টাকা এই প্রবর্তক হচ্ছে মোহাম্মদ আলী। যারা মামলা করেন তারা কি তাকে দেখেন না। তার কার্যকালাপ কি আপনাদের নজরে আসে না। সমস্ত সংগঠনগুলোকে এই ব্যাক্তির হাত থেকে প্রভাবমুক্ত করতে হবে। সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার আবেদন, আগের সৈরাচারের দোষর যারা বিভিন্ন হাট-ঘাট খেতো, তাদের সাথে সিন্ডিকেট করে এখনো নাকি এই টাকা বিদেশে যাচ্ছে।

এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আমরা নারায়ণগঞ্জবাসীর সভপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক এডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

RSS
Follow by Email