শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led02জেলাজুড়ে

দেশের সুনাম অর্জন করায় নীড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড় দেশের সবচেয়ে কমবয়সী আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। মাত্র ১৪ বছর ৩ মাসে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। তার এই সাফল্যকে উৎসাহীত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) তাকে ফুল দিয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, মনন রেজা নীড় শুধু নারায়ণগঞ্জ না তিনি বিশ্বের বুকে আমাদের প্রিয় মাতৃভূমির বাংলাদেশের সুনাম অর্জন করেছে। আমরা গর্বিত তাকে নিয়ে। আজ আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মনন রেজা নীড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

জানা যায়, ছোটবেলা থেকেই নীড় ছিল অন্য শিশুদের চাইতে একটু বেশি মেধাবী। তাই আড়াই বছর বয়সেই স্কুলে ভর্তি করতে নেয় মা-বাব। কিন্তু বয়স কম হওয়ায় স্কুল ভর্তি নেয়নি। পরে সাড়ে তিন বছর বয়সে নারায়ণগঞ্জের ডন চেম্বারের ফিলোসোফিয়া স্কুলে ভর্তি হয়। সেখানে সে আঁকাআঁকি করত। গঙ্গা ফরিঙে গান গাইত, কবিতা আবৃত্তি করত। ওর বাবা নাজিম রেজা দাবা খেলতেন। মূলত দাবার প্রতি আগ্রহ তৈরি সেখান থেকেই। ২০১৭ সালে সাত বছর বয়সে নাহার চেস একাডেমির কোচ নাজমুল হাসান রুমি নীড়কে অন্যদের সঙ্গে ৪ থেকে ৫ মাস প্রশিক্ষণ করায়। এই প্রশিক্ষণের পর মনন যেকোনো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মধ্যে থাকত। রুমি স্যার ওকে ঢাকার বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেতেন। বিখ্যাতদের কাছ থেকে ছেলে পুরস্কার নিত। এসব নীড়তে খুব উৎসাহিত করে।

প্রসঙ্গত, গত বছরের ৪ অক্টেবর হাঙ্গেরিতে চলমান গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় ৮ খেলায় ৬ পয়েন্ট পাওয়ার পর মননের তৃতীয় নর্ম হয়। তাতেই তিনি ফিদে মাস্টার থেকে হয়ে যান আন্তর্জাতিক মাস্টার। নীড় অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছেন। মননকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়ালো পাঁচ। বাকি চারজন হলেন- জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

RSS
Follow by Email