শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led04রাজনীতি

সকল ক্ষেত্রে ইনসাফ কায়েম করে বৈষম্য দূর করতে হবে: মুহাম্মদ আবদুল জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আমাদের কর্মীদেরকে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজ থেকে অন্ধকার দূরীভূত করার চেষ্টা করতে হবে, সকল ক্ষেত্রে আদল এবং ইনসাফ কায়েম করে দেশ থেকে বৈষম্য দূর করতে হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) কর্মীদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রোগামের আয়োজন করে মহানগরী জামায়াত। নগরীর মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রোগামে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রত্যেক জামায়াত কর্মীকে কুরআনের সমাজ গড়তে কুরআনের আলোয় নিজেদেরকে গড়ে তুলতে হবে। আগামীতে ইসলামের বিপ্লব ত্বরান্বিত করতে হলে আমাদের অবশ্যই কুরআনের কাছে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন ।
এইচ, এম, নাসির উদ্দিনের পরিচালনায় দিন ব্যাপী কর্মী শিক্ষাশিবিরে তা’লীমুল কুরআন পরিচালনা করেন কেন্দ্রীয় প্যানেল উস্তাদ মাওলানা মোঃ মনির হোসেন হেলালী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমাদ, মাওলানা হাবিবুর রহমান মল্লিক, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমির মাহাবুবুল আলম, নারায়ণগঞ্জ পশ্চিম থানা আমির মুজিবুর রহমান শেখ, নারায়ণগঞ্জ উত্তর থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ

RSS
Follow by Email