শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ ২জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী। এর আগে বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার দেলপাড়া এলাকার নুরুল হকের স্ত্রী সলেমা খাতুন (৪০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে আলি আকবর (৫৫)।

পুলিশ জানায়, উপজেলার মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত নারী সলেমা খাতুনের কাছ থেকে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও পুরুষ মাদক কারবারি আলি আকবরের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আকটকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে

RSS
Follow by Email