শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Led02সোনারগাঁ

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে হামলা, কর্মকর্তাসহ আহত ৫

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার অভিযোগে উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুরের মিরেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির সোনারগাঁয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী, ইমু মিয়াসহ পাঁচ জন আহত হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ বলেন, জামপুরের মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমরা এক স্পটের কাজ শেষ করে অন্য স্পটে যাচ্ছিলাম। এসময় রাস্তায় জ্যাম থাকায় আমরা নেমে হেটে অন্য স্পটে যাই। সেখানে লাইন বিচ্ছিন্নের সময় এক পর্যায়ে স্থানীয়রা ইট-পাটকেল ছাড়তে শুরু করে। এতে ৫ জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তিতাশের কর্মকর্তারা থানায় আছেন সেখানে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস ইসলাম বলেন, তিতাসের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে স্থানীয়রা ইটপাটকেল মারে। এতে ২-১ জন আহত হয়। পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্তওনে আনে।

RSS
Follow by Email