১৬ বছর খালেদা জিয়া যে সংগ্রাম করেছে তা ইতিহাসে কেউ করেনি: মশিউর রনি
লাইভ নারায়ণগঞ্জ: জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পরিবারের কথা চিন্তা না করে দেশের জনগণের জন্য তিনি যে সংগ্রাম করে গেছেন, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোন দলের নেতা করেছেন। আমরা দেশের জনসাধারণ থেকে শুরু করে সকলেই দোয়া করি যেন তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরতে পারেন।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন সফরের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে ভীর করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত থেকে এক বক্তব্যে এ কথা বলেন মশিউর রনি।
এসময় তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হলেন আমাদের আবেগের জায়গা। এই আবেগের জায়গায় আমরা কখনো আপোষ করিনি। আমাদের যে লক্ষ্য এবং জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজগুলো ছিলেন সেগুলো তিনি সম্পন্ন করবেন।