শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Led04রাজনীতি

বিএনপি করছে মামলা বানিজ্য আর সিটি কর্পোরেশনে নিয়োগ বানিজ্য: রফিউর রাব্বি

লাইভ নারায়ণগঞ্জ: ত্বকী হত্যার বিচারের দাবীতে সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদত ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, এড.আওলাদ হোসেন প্রমুখ।

এসময় রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার দুঃশাসনের মধ্যে আমরা ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। অন্তরবর্তিকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর তারা অনেক তৎপর হয়ে উঠেছিলো। ৬জনকে গ্রেফতার করেছে, ১জনের জবানবন্দি নিয়েছে। আমরা মনে করেছিলাম এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। কিন্তু এই হত্যাকান্ডের বিচার শুরু হলেও আশানুরূপ অগ্রগতী লক্ষ্য করলাম না। নিজেদের করা অত্যাচার-নির্যাতনের কারণে ওসমান পরিবারে পালিয়ে গেছে। তবে, তাদের হাজার হাজার দোষর, যারা তাদের হয়ে অপকর্মগুলো করতো; তারা কেউই বিচারের আওতায় আসে নাই। এদের মধ্যে অনেকেই বিএনপির সাথে মিলে তাদের টাকা দিয়ে হেফাজতে থাকছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর ছিলো সে মামলা বানিজ্য শুরু করেছে, বিএনপির অনেকেই করছে। যে কাউন্সিলর ওসমান পরিবারের সাথে এক মঞ্চে উঠে জিন্দাবাদ স্লোগান দিয়েছে সে এখন হত্যা মামলায় বানিজ্য শুরু করেছে। আর তার টার্গেট হচ্ছে ব্যাবসায়ী ও হিন্দু সম্প্রদায়।

তিনি আরও বলেন, বিএনপির অনেকেই শুরু করেছে মামলা বানিজ্য। আর সিটি কর্পোরেশনের কয়েকজন শুরু করেছে নিয়োগ বানিজ্য। নিয়োগ দিয়ে দুই-পাঁচ লাখ টাকা করে নিচ্ছে। প্রশাসকের পিএস ও সিইও সম্পর্কেও এই অভিযোগ রয়েছে। এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটা লুটেরা দেশ কি আমরা দেখতে চেয়েছিলাম। যে ওসমান পরিবারের পর আরেকটি মাফিয়া গডফাদার তৈরি হবে। বিএনপির কেন্দ্রীয় নেদাতের বলছি আপনারা আপনাদের দলের চাজাবাজ ও মামলাবাজদের বিরত রাখার উদ্যোগ নেন। নয় তো নারায়ণগঞ্জে কি হয় আপনারা জানেন।

RSS
Follow by Email