অন্তরবর্তিকালীন সরকার নির্বাচন না দিয়ে ‘সংস্কার সংস্কার’ করে চিৎকার করছে: এড. টিপু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন,আমরা ৩১দফার দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আওয়ামী লীগের ইতিহাস জানেন, জাতীয় পার্টির ইতিহাস জানেন এবং বিএনপির ইতিহাস জানেন। আওয়ামী লীগের ইতিহাস খুন, গুম, লুট, সন্ত্রাস, ছিনতাইয়ের ইতিহাস। অন্যদিকে বিএনপির ইতিহাসে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর, স্বনির্ভর বাংলাদেশ গড়ার এবং স্বাধীনতার ঘোষণার ইতিহাস। গত ১৬ বছর আমরা ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। তারা মানুষের সব রকমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্যা হামলা-মামলার শিকাড় হয়েছি।
১৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনেবুধবার (৮ জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এড. টিপু আরও বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তরবর্তিকালীন সরকার ক্ষমতায় এসেছে। এখন অফনতিবিলম্বে তারা নির্বাচন না দিয়ে সংস্কার সংস্কার করে চিৎকার করছে। তাকের জিয়া বিভিন্ন কুটনৈতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বুদ্ধিজিবিদের সাথে পরামর্শ করে এই ৩১দফা দাবি পেশ করেছে। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই ৩১ দফা বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবেন। এই ৩১দফায় ছাত্র-শ্রমিক-জনতা ও নারীদের ক্ষমতায়নের কথা বলা আছে।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।