মালিক-সিও আটকের দাবিতে ক্রোনী ও অবন্তীর শ্রমিকদের সমাবেশ
লাইভ নারায়ণগঞ্জ: বকেয়া বেতন ও প্রাপ্য পাওনা টাকা আত্মসৎতের অভিযোগে মালিক আসলাম সানী , সিও হুমায়ুন, ইনচার্জ রিগ্যান ও একাউন্টস রাকিবকে ২৪ ঘন্টার মধ্যে আটকের দাবীতে মানববন্ধন করেছে ক্রোনী এ্যাপারেলস লিঃ ও অবন্তী কালার টেক্স লিঃ এর শ্রমিকরা।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।
সমাবেশে ক্রোনী এ্যাপারেলস লিঃ এর শ্রমিক নেতা এম. এ শাহীন এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক।
শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক বক্তব্যে বলেন, ক্রোনী এ্যাপারেলস লিঃ ও অবন্তী কালার টেক্স লিঃ এর ছাটাইকৃত সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন, ওভার-টাইম, নোটিশ পে, সার্ভিস বেনিফিট, ছুটি ভাতা সহ সকল প্রকার প্রাপ্য পাওনা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে মালিক কর্তৃপক্ষ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় মালিক কর্তৃপক্ষকে গ্রেফতার করতে হবে।
তিনি বক্তব্যে আরও বলেন, ছাঁটাইকৃত হাজার হাজার শ্রমিক কর্মচারীদের ৮ থেকে ৯ মাসের বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী সকল প্রাপ্য পাওনা টাকা আত্মসৎকারী মালিক আসলাম সানী ও সিও হুমায়ুন, ইনচার্জ রিগ্যান, একাউন্টস রাকিবকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করে তারা গাঁ ডাকা দিয়ে রয়েছে। তাই তাদের গ্রেফতার করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বরাবর স্মারক লিপি প্রদান করেন।