বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led05রাজনীতি

শীতার্তদের সহায়তায় সামর্থবানদের এগিয়ে আসার অনুরোধ বাসদের

লাইভ নারায়ণগঞ্জ: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। শনিবার (৪ জানুয়ারি) ২ নং রেল গেইট এলাকায় বাসদ জেলা কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন সংকটে। বিশেষত, দরিদ্র মানুষ, ছিন্নমূল মানুষ তাদের অবস্থা মারাত্মক। জুলাই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর একটি অন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে। তারা কিছু বিষয়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করলেও জনজীবনের মূল সংকট নিত্যপণ্যের দাম তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। সাধারণ মানুষের আয় বাড়ছে না কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছেই। এ অবস্থায় নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের অসহনীয় অর্থ কষ্ট হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী, বস্তিবাসী, ছিন্নমূল মানুষ যে কোন দুর্যোগে সবচেয়ে বিপদগ্রস্থ হয়। যাদের সারা বছর খাওয়া জোগাড় করতেই নাভিশ্বাস উঠে, তাদের বন্যা, শীত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা অসম্ভব হয় না। বাসদের পক্ষ থেকে সারাদেশে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আমরা নারায়ণগঞ্জেও বাসদের সীমিত সামর্থ নিয়ে দরিদ্র মানুষকে কম্বল শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করছি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে কয়েকটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে। আমরা শীতার্ত মানুষকে সহায়তার জন্য সরকারের সর্বোচ্চ উদ্যোগের দাবি জানাচ্ছি এবং সমাজের সামর্থবান মানুষকেও সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

RSS
Follow by Email