মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led03রাজনীতি

মাদক ব্যবসায়ীর জায়গায় ৮ নম্বর ওয়ার্ডে হবে না: সাগর প্রধান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বলেন, কোন মাদক ব্যবসায়ীর জায়গায় ৮ নম্বর ওয়ার্ডে হবে না। কোন মাদক সেবনকারীর জায়গা এই ৮নং ওয়ার্ড হবে না। যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলছি, আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে কাজ বা চাকরি করে হালাল ভাবে উপার্জন করে পরিবারের দায়িত্ব নিন। পরিবারের জন্য আমাদের মায়েদের আরো যত্নশীল হতে হবে। মা-বোনদের কথায় আরো গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সচেতন যুব সমাজ সংগঠনের আয়োজেন এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন সাগর প্রধান।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রাণীকুলের সবার জন্ম এবং মৃত্যু রয়েছে। তবে সৃষ্টির মহান আমরা মানুষ, কারণ আমরা যদি কিছু ভালো করে যাই সেই কর্ম আমার মৃত্যুর পরও রয়ে যাবে। আজ আমাদের তরুণ সমাজ দেখেছে যে আমাদের এই সচেতন যুবসমাজ কেমন কাজ করে। এলাকার অনেক শিক্ষককেই অনেকেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু সচেতন যুব সমাজ একটি ব্যতিক্রম সংগঠন। আমরা প্রতিটি শিক্ষকের চোখের পানির সাথে ভালোবাসা সিক্ত হতে পেরেছি। কিছুদিন আগেও একটি খেলার আয়োজন করেছি, এখন শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। আমি আপনাদের ভাই, আমি আপনাদের আপনজন। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আপনাদের সেবা করে যেতে চাই। আমার ভুল হতে পারে, আপনার আমার অভিভাবক হিসেবে ক্ষমার দৃষ্টি থাকবেন। যুব সমাজকে রক্ষা করতে না পারলে সমাজ ও দেশ ধ্বংস হয়ে যাবে। আপনি যদি সমাজে দশ তলা বিল্ডিং ও কোটি কোটি টাকা রেখে যান আর আপনার ছেলে ছেলের মাদকাসক্ত হয় তাহলে এই টাকা-সম্পদ কোনো কাজে আসবেনা। যারা মাদকাসক্ত আছে তারা যদি মাদক থেকে বিরত না থাকতে পারে তাহলে তাদের এই সমাজ ছেড়ে যেতে হবে

RSS
Follow by Email