মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led02রাজনীতি

বাবা রাষ্ট্রপতি হওয়ায় শেখ জামাল-কামাল অপকর্মে লিপ্ত হয়েছিলেন: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বাংলাদেশ স্বাধীন করার মধ্যে যেমন জিয়া পরিবারের অবদান রয়েছে, শহীদ জিয়ার অবদান রয়েছে। স্বাধীনতা ঘোষণা যেমন জিয়াউর রহমান দিয়েছে, ঠিক তেমনী ভাবে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে জিয়া পরিবারের অবদান রয়েছে। তারেক রহমান একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, অতীতেও করেছেন এখনো করছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক সময় যখঝন, আরাফাত রহমান কোকো জীবিত ছিলেন, ক্রীড়া উন্নয়ন বোর্ডকে ডেভলাপ করার জন্য। তিনি ক্রিকেট ডেভোলাপ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশে ক্রিকেট অঙ্গণে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টে উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা অতীতে দেখেছি শেখ মুজিবুর পরিবার, যেমন তার ছেলে শেখ জামাল-শেখ কামাল। তার বাবা রাষ্ট্রপতি হওয়ার কারণে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছিলেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে কখনো কোন অন্যায় ও অপকর্ম আকৃষ্ট করতে পারে নাই। শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্রীড়া প্রেমি। তেমনিভাবে, তারেক রহমান ছিলেন একজন ক্রীড়াবিদ, রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী। আর আরাফাত রহমান কোকো ক্রীড়া অঙ্গনের অতুলনীয় ভূমিকা রেখেছেন। ক্রীড়াকে উন্নয়ন করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন।

তিনি বলেন, খেলাধূলা মানুষকে শুধু সুস্থই রাখে না, মনের দিক থেকে অনেক এগিয়ে নিয়ে যায়, মাদক থেকে মানুষকে দূরে রাখে। তাই সব সময় খেলাধূলার আয়োজন করা দরকার।

RSS
Follow by Email