মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led05ক্রীড়া

এন.ডি.এফ.এ একাডেমী কাপ: রেইনবো এসি ও বঙ্গবীর সংসদ’র জয়

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য গোলাম গাউছের পৃষ্ঠপোষকতায় ‘এন.ডি.এফ.এ একাডেমী কাপ অ-১৫ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৫’ এর ৪ র্থ দিনে ২টি খেলা আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় রেইনবো এ্যাথলেটিক ক্লাব ৪-০ গোলে পরাজিত করেছে ব্রাদার্স ইউনিয়ন ফুটবল একাডেমিকে। রেইনবোর পক্ষে রঙবির ২টি এবং আদেশ ও হাসান ১টি করে গোল করেন। দিনের ২য় খেলায় বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি ৩-০ গোলে হারিয়েছে মাসদাইর যুব সংসদকে। বঙ্গবীরের গোল করেন মাইনুল,নাসির ও সোহান। পরবর্তী ২টি খেলা টুর্ণামেন্ট রোববার অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email