রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
রাজনীতি

দেশকে ভালোর দিকে নিতে যুব সমাজকে কাজ করতে হবে: মাজেদুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, বাংলাদেশে যুবসমাজ কী করতে পারে তা প্রমাণ রয়েছে। গত ৫ই আগস্ট স্বৈরাচারীনি শেখ হাসিনা এই যুব সমাজের ছাত্র—জনতার এবং আমাদের নেতা—কর্মীদের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীতে এই যুব সমাজকেই দেশের দায়িত্ব নিতে হবে। এই দেশকে ভালোর দিকে নিতে হবে, এজন্য যুবসমাজকে কাজ করতে হবে। সুতরাং যুবসমাজকে ভালো থাকতে হবে। যুবসমাজ খারাপ কাজে ধাবিত হলে ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে চলে যাবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কদমতলী পুকুরপাড় এলাকায় প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতার্তদের কম্বল বিতরণ, ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাজেদুল ইসলাম আরো বলেন, খেলাধুলা করলে মানুষের শরীর ও মন ভালো থাকে। আজকের প্রজন্মকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে না পারলে তারা খারাপ কাজের দিকে চলে যাবে। খেলাধুলায় থাকাকালীন সময়ে যুব সমাজ খারাপ কাজে লিপ্ত হবে না, কেউ মাদকের সাথে যুক্ত হবে না। সুতরাং যুব সমাজকে খেলাধুলায় রাখতে হবে আমাদের, তাদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে।

প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাড. হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ—সভাপতি আব্দুল আল—মামুন, এস,এম,আসলাম, সেলিম মাহমুদ, জি,এম,সাদরিল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম—বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, জেলা তরুন দলের সভাপতি টি,এইচ,তোফা, ৭নং ওয়ার্ড বিএনপির সহ—সভাপতি কামরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিনুল হক রানা, অর্থ সচিব ইঞ্জিনিয়ার মো. রেজানুর রহমান, মহাসচিব রাজিব হোসেন প্রমূখ।

RSS
Follow by Email