শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Led03রাজনীতিসদর

পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকলে নির্বাচনে যাবে বিএসপি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ৪ তারিখ দলের ঘোষণা আসবে। আপনারা এখন থেকেই কাজে লেগে যান।

নারায়ণগঞ্জের জিমখানায় আলাউদ্দিন খাঁন স্টেডিয়ামে আয়োজিত মহাসমাবেশে শনিবার (২ সেপ্টেম্বর) এ কথা বলেন বিএসপির চেয়ারম্যান।

সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কর্মসূচির আয়োজন করে বিএসপি। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ আসলাম হোসাইন। নিবন্ধন পাওয়ার পর নারায়ণগঞ্জে দলটির প্রথম সমাবেশ এটি।

সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা আলোচনার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কি ভাবে করা যায়। সেটা নিয়ে বসি। আমরা একই দেশের মানুষ, একই সমাজের লোক। নিজেদেরকে আপন করে নিয়ে পরিচ্ছন্ন রাজনীতি করতে এগিয়ে আসুন। সেটাই হবে সবার জন্য মঙ্গল, ১৭ কোটি মানুষের আশা ভরসার প্রতীক হবে।’

বিদেশীদের হুসিয়ারী দিয়ে বলেন, বাংলাদেশে কোন পরাশক্তিকে ঘাটি করতে দিবো না। যে পরাশক্তি গুলো এদেশকে তাদের তাবেদার বানানোর ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সফল হবে না। আমরা চিনি কারা এদেশে স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে ছিল। সুতরাং এ দেশে মাতব্বরী করে ভাগ বসানোর চেষ্টা করবেন না। আমরা বিদেশী কোন পরাশক্তিকে প্রভু হিসেবে দেখতে চাই না। আমরা চাই বন্ধু হিসেবে, বন্ধুত্বের যতটুকু সীমাবদ্ধতা আছে, ততটুকু সীমাবদ্ধতায় থাকার চেষ্টা করবেন। প্রভু হতে গেলে আপনারা প্রত্যাবর্ত হবেন। সুতরাং আমাদের কোন প্রভু নাই। আমাদের প্রভু এক আল্লাহ, আর নিচে দেশের জনগণ। তাদের উপর ভরসা করি আমরা।

সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, যে শকুনরা আমাদের দেশের দিকে তাকাচ্ছে। সেই শকুন গুলোকে তারাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার দরকার আছে। বাংলাদেশ কৃষক শ্রমিক পাটি আমাদের পাশে আছে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমাদের সাথে আছে। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আমাদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ-বিএনপির জন্ম অনেক আগেই। সুপ্রিম পার্টির এখনও ১ মাস হয় নাই। অথচ, সুপ্রিম পার্টি নিয়ে অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। অনেকেই চিন্তা করছে, সুপ্রিম পার্টি বানানো হয়েছে, বিএনপিকে ভাঙ্গানোর জন্য। বিএনপি কি তাহলে কচু পাতার পানি হয়ে গেলো? সুপ্রিম পার্টি কাউকে প্রতিপক্ষ মনে করে না। সুপ্রিম পার্টি আদর্শ নিয়ে এগিয়ে যাবে। কারো দয়া অনুগ্রহে সুপ্রিম পার্টি তৈরি হয়নি।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক আকন্দ, মোঃ মনির হোসেন, পীরজাদা মু গোলাম মহিউদ্দিন লতিফী, আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অতিরিক্ত মহাসচিব মুফতী গাজা বাকী বিল্লাহ আল আযহারী, জাতীয় স্থায়ী পরিষদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমদ মারুফ, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মিরানা জাফরীন চৌধুরী, মোঃ হাবিবুর রহমান পায়েল মুখতার হোসেন মেনন, অ্যাড শাহ আলম অভি, মোঃ দেলোয়ার হোসেন জন, সহদপ্তর সম্পাদক একে নাহিদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদ আজমাঈন আসরার, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহসভাপতি মোঃ মাসুম গাজী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির মুন্সিগঞ্জ সভাপতি এস এম বারীসহ বিএসপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

RSS
Follow by Email