রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
বিনোদন

থার্টি ফার্স্ট নাইটে উপলক্ষে মারমেইড রিসোর্টের নানা আয়োজন

লাইভ নারায়ণগঞ্জ: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতের উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠানের আয়োজন থাকছে না। তবে দিনটি উপলক্ষে মারমেইড বিচ রিসোর্টে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। কক্সবাজার- টেকনাফ মেরিনড্রাইভ সড়কের প্যাঁচার দ্বীপ সৈকতের মারমেইড বিচ রিসোর্টে রয়েছে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশি-বিদেশি একাধিক তারকা সংগীতশিল্পীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারমেইড বিচ রিসোর্টে এমতেই বিদেশি পর্যটকদের সমাগম থাকে বেশি। এবারের থার্টি ফার্স্ট নাইটে মারমেইড কর্তৃপক্ষ আয়োজন করতে যাচ্ছে, বিদেশি তারকা শিল্পীদের নিয়ে বর্ষবিদায় ও বরণ উৎসব। রিসোর্টের অভ্যন্তরে ৩০০ ফুট লম্বা সুইমিংপুলের পশ্চিমপাশে উম্মুক্ত বালিয়াড়িতে এরইমধ্যে উৎসবের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ। সমুদ্রের পানিতেও ভাসছে বিজলিবাতির নৌকা, কাঁকড়াসহ বিভিন্ন প্রতিকৃতি। পুরো রিসোর্টে করা হয়েছে আলোকসজ্জা।

মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) রেক্সি ডমিনিক গমেজ বলেন, কক্সবাজারে এখন দেশি-বিদেশি পর্যটকের ঢল নেমেছে। তবে এখানে সমুদ্রসৈকত ছাড়া বিনোদনের তেমন কিছু নেই। কক্সবাজারকে জনপ্রিয় করে বিশ্বদরবারে তুলে ধরতে মারমেইড কর্তৃপক্ষ বিদেশি তারকা শিল্পীদের নিয়ে থার্টি ফার্স্ট নাইটের উৎসব আয়োজন করছে। রিসোর্টের অতিথি ছাড়াও কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকদের উৎসবে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

RSS
Follow by Email