রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
Led05গণমাধ্যম

না.গঞ্জের সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষনের সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।

এর আগে গত ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণের শুরু হয়। প্রথমদিন ২৮ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং সিনিয়র সাংবাদিক ইফতেখার মাহমুদ। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং ড্যাফেডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান। সেই সাথে তৃতীয় দিন প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী ও এএফপি ফ্যাক্টচেক বাংলাদেশ এডিটর কদরুদ্দীন শিশির এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বিগত সময়ে অনেক শিকারি সাংবাদিকতা হয়ে আসছে। আমরা চাই আর যেন এই শিকারি সাংবাদিকতা না হয়ে থাকে। সেই সাথে যারা সাংবাদিকতা করবেন তারা যেন সাংবাদিকতার সকল নীতি অনুসরণ করেই সাংবাদিকতা করেন। সে লক্ষ্যেই সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে পিআইবি।

RSS
Follow by Email