শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
Led03সদর

নগরীর দ্বিগুবাবুর বাজার থেকে ৪৩০ কেজি পলিথিন জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর দ্বিগুবাবুর বাজারে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৯ ডিসেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার‘র নেতৃত্বে দ্বিগুবাবুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে দ্বিগুবাবুর বাজারে হাফিজ স্টোর ও সিদ্দিক স্টোর নামে দুই প্রতিষ্ঠান থেকে ৪৩০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এরই সাথে দুই প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন ও মো. রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়-বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

RSS
Follow by Email