শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led04রাজনীতি

এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ ছিলেন: উপদেষ্টা ফাওজুল কবির

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিক এসএম আকরামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় এসএম আকরামের কর্মময় জীবন ও অবদান স্মরণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়।

শোকসভায় অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এসএম আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।

শোকসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা এসএম আকরামের কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান এবং তার আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, এসএম আকরাম একসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে পরাজিত হন।

RSS
Follow by Email