বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে: এড.মাসুম

লাইভ নারায়ণগঞ্জ: প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এডঃ হাবিবুর রহমান মাসুম বলেন, বর্তমান সমজে মাদকের যে অবস্থা তৈরি হয়েছে আমাদের অলিতে, গলিতে, প্রত্যেক জায়গায়, জায়গয়া মাদকের যে প্রভাব বিস্তার হয়েছে, এই বিস্তার রোধে আপনাদের সবাইকে সচেতন হতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া মাজার রোড খালপাড় এলাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মানুষের শিক্ষা বিকাশের জন্য, মানবিক বিকাশের জন্য, শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের এই প্রতিভা সামাজ কল্যাণ সংস্থা মাধ্যেমে এলাকায় বিনামূল্যে ১৫০ জন ছেলে কে সুন্নাতে খাৎনা করিয়েছি, বৃক্ষিরোপন করেছি, শীতবস্ত্র বিতরন, বন্যার্তদের সাহায্য সহযোগিতা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিভা সামাজ কল্যাণ সংস্থা মাধ্যেমে এলাকার উন্নয়নে কাজ করতে পারি। আমরা সব সময় দুঃস্থ,অসহায় মানুষের পাশে আছি থাকব। প্রতিভা সামাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান

আমিনুল হক রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা ও প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার মহাসচিব মোহাম্মদ রাজিব হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠিানটির আয়োজন করেন, রবিউল, রিপন, সুমন, সজীব, জুয়েল রানা, আলম,শরীফ ও সাদ্দাম

RSS
Follow by Email