পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে তিন আসামি কারাগারে
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় আটক হওয়া তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।
তিনি বলেন, আজ আসামীদের আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিন তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়। পরবর্তীতে জামিনের আবেদন না আসা পর্যন্ত তারা কারাগারেই থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন। পুলিশের চেক পোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুনতাসির মাসুদের। গুরুতর আহত হন তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য। পুলিশ প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে বিদেশী মদের বোতলসহ গ্রেফতার করে।
গ্রেফতাররা মদ্যপ অবস্থায় ছিলো কিনা তা যাচাইয়ের জন্য ডোপ টেস্ট করায়, শুক্রবার দুপুরে ডোপ টেস্টে প্রাইভেটকার চালক মুবিল আল মামুন ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ আসে। তবে আসিফ চৌধুরীর রিপোর্ট নেগেটিভ আসে। পরে শনিবার বিকেলে রূপগঞ্জ থানার এ এস আই মেহেদী হাসান বাদী হয়ে মাদক সেবন ও বহনের অপরাধে মুবিল আল মামুন ও মিরাজুলকে এবং মাদকদ্রব্য সরবরাহে সহায়তার অভিযোগে, আসিফ চৌধুরীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।