রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03জেলাজুড়ে

না.গঞ্জ ক্লাব নির্বাচন: ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

লাইভ নারায়ণগঞ্জ: শেষের পথে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম চলে। এর পরই শুরু হয়েছে ভোট গণনা।

নির্বাচনে একজন সভপতি, দুইজন সহ সভাপতি এবং আট জন পরিচালক নিয়ে ১১ সদস্যের কমিটি গঠন করা হবে।

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন দুইজন। তাদের মধ্যে এম সোলায়মান নারায়ণগঞ্জ ক্লাবের তিনবারের সভাপতি। তিনি সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন। অপর প্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল পূর্বে নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি জুলফিকার স্টিল মিলের সত্ত্বাধিকারী এবং স্টিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহসভাপতি পদ পেতে লড়ছেন ইকবাল হাবিব ও মারুফ আহমেদ বাবু। অপরদিকে দ্বিতীয় (জুনিয়র) সহসভাপতি পদে লড়ছেন মো. সাইদুল্লাহ হৃদয়, ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, খাজা এবায়দুল হক টিপু।

এছাড়া আটটি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, মো. জাহিদ, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক, দিলারা মাসুদ ময়না, হারুন-অর-রশিদ, খান হোসেন, মো. তৌহিদুল ইসলাম খান, তাইজুদ্দিন আহমেদ, সেলিম রেজা।

নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান আনিসুল ইসলাম সানি। এছাড়া কমিশনে রয়েছেন আলহাজ্ব সাইফুল আলম, কুতুবউদ্দীন আহমেদ, এড. মো. রাকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান এড. মো. জাকির হোসেন, সদস্য মো. নবী হোসেন, খন্দকার মাহাবুব হোসেন (বাবু)।

RSS
Follow by Email