বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04বন্দর

বন্দরে সোহান হত্যা মামলায় সেই রোমান গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে সোহান হত্যা মামলার অন্যতম আসামি রোমানকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর রাজবাড়ী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোমান বন্দর থানার সালেহনগর এলাকার মাসুম শেখের ছেলে।

এর আগে, ১৫ অক্টোবর (মঙ্গলবার) নিহত সোহানের মা আকলিমা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯(১০)২৪। মামলায় তিনি অভিযোগ করেন, ১৩ অক্টোবর রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকায় সোহানকে নির্মমভাবে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোহান হত্যা মামলায় ৫ নভেম্বর আসামি নাজমুল ইসলামকে (২১) বন্দর থানার সালেহনগর থেকে গ্রেপ্তার করা হয়। তারও আগে অপর আসামি রোহানকে (২৩) গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ লাইভ নারায়ণগঞ্জকে জানান, রোমানকে বুধবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email