রূপগঞ্জে ঘরের দরজা ভেঙে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রূপগঞ্জের সাওঘাট নয়াপাড়া এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম সানজিদা আক্তার বিথি (২২)। সে যশোর জেলার ডুমুরিয়া থানার কামারকান্দা এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে। তার স্বামীর নাম জয়মুন হাসান। সে স্থানীয় একটি কারখানায় চাকুরি করে। তারা নয়াপাড়ায় একটি বাড়িতে ৪ মাস যাবত ভাড়া থাকেন।
নিহতের স্বামী জয়মুন হাসান গণমাধ্যমকে জানান, সকালে অফিসে যাওয়ার আগে আমার স্ত্রী সাথে কথা কাটাকাটি হয়। পরে তাকে বাসায় রেখে আমি অফিসে চলে যাই। অফিসে গিয়ে ১২ টার সময় তাকে ফোন করে পাওয়া যায়নি। পরে আমি দুপুরে খাবার খেতে বসায় আসলে দরজা আটকা দেখে বাড়িওয়ালাকে বিষয়টি জানাই। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখি।
এব্যাপারে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী লাইভ নারায়ণগঞ্জকে জানান, ভাড়া বাড়িতে স্বামীর সাথে বসবাস করতেন নিহত সানজিদা আক্তার। স্বামী ফ্যাক্টরিতে কাজ করে। ঘটনার দিন কাজের জন্য স্বামী ঘর থেকে বের হয়। পরবর্তীতে ঘরে এসে তাকে ডাক দিলে কোন সাড়া শব্দ না পাওয়ায়, দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা থানায় দায়ের করা হয়েছে। বুধবার সকালে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।