বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04রাজনীতি

রাজনীতিবিদদের যে চরিত্র আছে সেটা মুছে ফেলতে চাই: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্যসচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে বিএনপির সহ বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চায়। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আমরা সেটা করব না। আমরা আর জনগণের রাষ্ট্র গঠন করতে চাই জনগণের বিপদ-আপদে পাশে থাকতে চাই। বাংলাদেশের জনগণের পাঁচটি মৌলিক অধিকার আমরা সুরক্ষা করতে চাই। বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র আছে সে চরিত্র মুছে ফেলে জনগণের পাশে সেবক হিসাবে দাঁড়াতে চাই।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারি সমিতির মিলনায়তনে মহানগর বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিভাগীয় কর্মশালায় অনুষ্ঠিত হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন এড. টিপু। এতে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি উপস্থিত ছিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্য তিনি আরও বলেন, আজকের কর্মশালা থেকে শিক্ষাগুলো আমাদের ধারণা লালন-পালন করতে হবে, না হলে সেই লন্ডন থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা যে বাস্তবায়নে যে চেষ্টা তারেক রহমান করছেন সেটা ব্যর্থ হবে। আমাদের শপথ নিতে হবে আওয়ামী লীগ যে কাজ করেছে সেই কাজে আমরা সম্পৃক্ত থাকবো না। মহানগরের আওতাধীন যতগুলো ওয়ার্ড পারা মহল্লা আছে প্রতিটি বাড়িতে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। সেজন্যই আমাদের এই ৩১ দফা পুঙ্খানু ভাবে জানতে হবে, বুঝতে হবে এবং জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের জনক শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমানের ১৯ তফা কর্মসূচির মধ্য দিয়েই ৬৮ হাজার গ্রাম উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ববাসীকে বাংলাদেশের নাম পরিচয় করিয়ে দিয়েছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৩ সালে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়ে গেছেন। যেটা তিনি পেয়েছেন সেটা শেখ হাসিনা পারেনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, আমরা বিএনপি পরিবার‘র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা মাহমুদা হাবিবা, মো: আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনিপর কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খাঁন।

RSS
Follow by Email