বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led03রাজনীতি

নেতাকর্মীদের আজাদ ‘বিএনপির দুর্নাম হয় এমন কিছু করবেন না’

লাইভ নারায়ণগঞ্জ: ‘কোন প্রকার চাঁদাবাজি ও লুটতরাজ করা যাবে না। আমরা নারায়ণগঞ্জ বিএনপি ও প্রত্যেকটি অঙ্গসংগঠন খুবই সুশৃঙ্খল। নারায়ণগঞ্জ বিএনপি জননেতা তারেক রহমানের নির্দেশনায় সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিল। জননেতা তারেক রহমান কিন্তু নারায়ণগঞ্জের কার্যকলাপে অত্যন্ত খুশি। সেই জায়গাটা কিন্তু আপনাদের সার্বিক ভাবে ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যেটা করলে বিএনপির দুর্নাম ও ভাবমূর্তি নষ্ট হবে। আমাদের নেতা তারেক রহমান বিব্রত হবেন এমন কিছু করা যাবে না।’

মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর ) সিদ্ধিরগঞ্জ হিরাঝিলস্থ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজে এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এর আগে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তিকরণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আজাদ বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে লাখ লোক প্রাণ হারিয়েছেন। বিজয়ের মাসে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকে আমরা ১৭বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই ১৭বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অভিনব নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। নতুন এই অভিনব স্বাধীন বাংলাদেশের রূপকার হলেন জননেতা তারেক রহমান।

তিনি আরও বলেন, আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় বিএনপি ও প্রত্যেকটি অঙ্গসংগঠন তথা এদেশের সাধারণ জনগণ সকলে মিলে ১৭ বছরআন্দোলন সংগ্রাম করে রেজাল্ট ঘরে তুলতে পেরেছি। তাহলে এই আন্দোলনের রূপকারকে তারেক রহমান। আজকে অনেকে এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। সবাইকে সজাগ থাকতে হবে। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিবাদ করতে হবে।

RSS
Follow by Email