শুক্রবার, আগস্ট ১, ২০২৫
Led01Led02আড়াইহাজার

আড়াইহাজারে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘন্টায় নিয়ন্ত্রণে

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার মজুদকৃত সূতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার জাহিন স্পিনিং মিলে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মিলের একপাশে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানো চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় আড়াইহাজার ও মাধবদী ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তিন ঘণ্টার চেষ্টায় তারা ওই মিলের আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানায়, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কোনো শ্রমিক আটকা পরেনি। তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। আগুনে পুড়ে যাওয়া জাহিন স্পিনিং মিলটির মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

RSS
Follow by Email