বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02জেলাজুড়ে

নানা আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করে।

সকালে সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি অফিস, দপ্তর, স্কুল, কলেজ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর ধীরে ধীরে বিএনপি, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন এবং খেলাফাত মজলিশের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে নারায়ণগঞ্জ‘র শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার দিকে স্থানীয় সকল হাসপাতাল, জেলাখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও আশ্রয় কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বনাম জেলা প্রশাসন প্রীতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবসের এ দিনব্যাপী আয়োজনে মধ্যে আরও রয়েছে চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে বিজয় মেলা, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সিনেমাহল ও উন্মুক্ত স্থানে শিক্ষার্থীদের জন্য বিনা টিকেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনী।

এছাড়াও সকালে শ্রদ্ধা নিবেদনের পর সারা নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজে দেখা মেলে সাংকৃতিক অনুষ্ঠান ও নানা রকম প্রতিযোগীতার আয়োজন। দেশাত্মবোধক গান, কবিতার সাথে ছিলো শিশুদের বিস্কুট দৌর, ১০০ মিটার -২০০ মিটার দৌর প্রতিযোগীতা। বিজয় দিবসে একে একে প্রতিযোগীতায় বিজয়ীদের তুলে দেওয়া হয়েছে নানা পুরষ্কার।

বিজয় দিবসে রাজনৈতিক দলগুলো ছিলো রাজপথে সরব। নানা ব্যানারে কর্মী-সমর্থক নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে দেখা গেছে বিভিন্ন দলের আনন্দ মিছিল-র‌্যালী।

RSS
Follow by Email