বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
শিক্ষা

বন্দরে বাগবাড়ি মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের ২৩ নং ওয়ার্ড বাগবাড়ি বাস স্ট্যান্ড এলাকার মাওলা আলী (রা) মডেল মাদ্রাসার উদ্যোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠিন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শুক্কুর প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শিক্ষানুরাগী হাফেজ মাওলানা এনামুল হক। মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান ও শিক্ষক শফিকুল ইসলাম পনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও শিক্ষানুরাগ নেসারুদ্দিন, মাওলানা মোঃ শামসুল আলম, সমাজসেবক আহমদ আলী, মোঃ হানিফ মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া, মোঃ সায়েদ সিকদার কানুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা মোঃ শুক্কুর প্রধান বলেন, আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এলাকাবাসীর উদ্দেশ্যে। যদি কোন শিক্ষার্থী গরিব থাকে তাহলে বিনামূল্যে আমি তাদের ইসলামী শিক্ষার ব্যবস্থা করব। এই মাদ্রাসা রক্ষার ও টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এছাড়া বাদ আসর হতে মাদ্রাসা প্রাঙ্গণ ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেমরা ফুলমতি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বদিউজ্জামান বাহার। ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা।

RSS
Follow by Email