রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, দুলাভাই আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ফতুল্লার খান সাহেব স্টেডিয়াম এলাকার মুন্সিগঞ্জ টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আলাউদ্দিন ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামের মুন্সিগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলার ভাড়াটিয়া এবং মৃত কাশেম সর্দারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলাউদ্দিন তার শ্যালিকাকে প্রায়ই তার বাসায় আসতে বলতো। এক বছর আগে, তার খালাতো বোন প্রবাসে চলে যাওয়ার পর, আলাউদ্দিন তার শ্যালিকাকে ফতুল্লার মুন্সিগঞ্জ টাওয়ারের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সর্বশেষ ২০২৩ সালের ১০ জুন রাত ৭টার দিকে তাকে আবারও ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে। আলাউদ্দিন শ্যালিকাকে আবারও তার বাসায় যেতে বললে, শ্যালিকা অপারগতা প্রকাশ করলে, সেই ভিডিও শ্বাশুড়ির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করেছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার সাথে থাকা চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি ফোনে ধর্ষণের ভিডিও পাওয়া গেছে।

RSS
Follow by Email