বন্দরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৫ লাখ টাকা জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে বন্দরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বন্দরের কাজীপাড়া কুচিয়ামোড়া এলাকায় বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতির নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আমিনুল হক নামে মাটি কাটা সিন্ডিকেটের এক সদস্যকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি অসাধুচক্র দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মুছাপুর ও ধামগড় ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে মামাভাগ্নে ব্রিকফিল্ডসহ বিভিন্ন ইটভাঁটিতে বিক্রি করছে। এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে অপরদিকে চাষের উপযোগী জমিগুলো পরিণত হচ্ছে পুকুরে। জমির মালিক ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটিকাটা কার্যক্রম বন্ধ করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক আমিনুল হক নামের মাটি কাটা সিন্ডিকেট সদস্যকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। মাটি কাটার কো-অর্ডিনেটের দায়িত্ব পালন করতেন আমিনুল হক।