বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Led02আদালতবন্দর

বন্দরে চারটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অবৈধ ৪টি ইটভাটায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মোনাববর হোসেন’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ করে আট লাখ টাকা জরিমানা করা হয়।

ইটভাটা গুলোর মধ্যে রয়েছে, বন্দর উপজেলার কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার মেমার্স আনন্দ ব্রিকস, একই এলাকার মেসার্স আওলাদ ব্রিকস, বন্দর উপজেলার কামতাল হালুয়াপাড়া এলাকার মেসার্স হাজী রিয়াজউদ্দিন ব্রিকস ও বন্দর উপজেলার বারপাড়ার শাসনেরাবাগ এলাকার মেসার্স বন্ধু ব্রিকস ইটভাটা।

এসব ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মোনাববর হোসেন এর নেতৃত্বে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বন্দর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ৪টি ইটভাটার প্রত্যেককে ২লাভ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email