দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদক সেবন হয়: মুহাম্মদ সুলতান মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, আমাদের বড় সমস্যা আমাদের দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদক সেবন করা হয়। যারা মাদক সেবন করে এর শতকরা ৮০ ভাগ তরুন এবং ১০ শতাংশ নারী; যাদের অধিকাংশ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জে পাইনাদী নতুন মহল্লায় থানা ইসলামী ছাত্র আন্দোলনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমাদের জন্মভূমি বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আমাদের আগামী প্রজন্মকে মাদক দিয়ে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা আমাদের আগামী প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করবোই।
সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, হাফেজ যোবায়ের হোসেন সাঈদ এবং মোহাম্মদ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।