রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
রাজনীতি

বেগম রোকেয়া দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

লাইভ নারায়ণগঞ্জ: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে অবস্থিত বেগম রোকেয়ার ভাস্কর্যে সংগঠনটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের সময় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মিমি পূঁজা দাস ও সাধারণ সম্পাদক সুলতানা আক্তারসহ মহিলা ফোরামের নেতাকর্মীদের সাথে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও উপাধ্যক্ষ সাবেরা তাহমিনাসহ মহিলা কলেজের শিক্ষয়িত্রীরা যোগ দেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে রোকেয়া আজীবন সংগ্রাম করেছেন, লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে ব্যাপক নারীদের অংশগ্রহণ ছিল। কিন্তু অভ্যুত্থানের পরও সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হন। স্বাধীনতার ৫২ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমানাধিকার নাই, সমকাজে সমমজুরি নাই। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া আজও প্রেরণার উৎস। নেতৃবৃন্দ ঘরে বাইরে সর্বত্র নারী নির্যাতন বন্ধ ও সমাজে নারী-পুরুষের সমানাধিকার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বর্তমান জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

একইদিন সকাল ৮টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সরকারি মহিলা কলেজে অবস্থিত বেগম রোকেয়ার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য রোকন মিয়া, আহমেদ রবিন স্বপ্ন, সুবর্ণা আক্তার, আজিজুল হাকিম আরিয়ান।

দুপুর ১২ টায় জুলাই ব্রিগেড মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয় শাখার পক্ষ থেকে স্কুলের শহিদ মিনারে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পনে উপস্থিত ছিলেন জুলাই ব্রিগেড মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয় শাখার সভাপতি রুহিয়া নূর ফিহা, হিমা, নুসরাত নুহা, সওদা, মোহনা।

RSS
Follow by Email