চলে গেলেন সাংবাদিক দিলীপ কুমার মন্ডলের বাবা, প্রেস ক্লাবের শোক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য দিলীপ কুমার মন্ডলের বাবা জয়দেব মন্ডল (৮৫) ইহলোক ত্যাগ করেছেন। রবিবার (৮ ডিসেম্বর) বিকালে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত জয়দেব মন্ডল মাসদাইর কেন্দ্রীয় শ্মশানে সন্ধ্যায় মরদেহের সৎকার কার্যক্রম করা হয়।
দিলীপ কুমার মন্ডলের বাবার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার স্বর্গীয়বাস কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।