সোনারগাঁয়ে অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, তরুন আটক
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক তরুনকে আটক করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এদিকে সকাল ৬ টায় সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২০) নামের সেই তরুনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুল সোয়া কাজিবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে আল আমিন।
পুলিশ জানায়, উপজেলার মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে সে। আকটকৃতকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে