বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05সদর

ত্বকী হত্যার ১শ’ ৪১ মাসে আলোক প্রজ্বালন রবিবার

প্রেস বিজ্ঞপ্তি: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ১৪১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালনের আয়োজন করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য’র পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪১ মাস। শেখ হাসিনার নির্দেশে তার সরকার দীর্ঘ সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রাখেছিল। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে যেমনি প্রশ্ন রয়েছে, পাশাপাশি রয়েছে ঘাতক ওসমান পরিবারের পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন। ত্বকী হত্যা দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।

RSS
Follow by Email