শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Led05রাজনীতি

বিএনপি যে রাজনীতি উপহার দিয়েছে, মানুষের শতভাগ আস্থা আছে: স্বপন চৌধুরী

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরী বলেছেন, ১৯৮৭ সালে সানি ভাইয়ের সাথে আমার রাজনৈতিক পথচলা শুরু। সানি ভাইয়ের রাজনৈতিক পথচলা দেখে আমরা জাসাসে যোগদান করি। সেই থেকে আজ পর্যন্ত রাজনীতি করি। আজকের দিনে ৯০ দশকে এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার এখানে, সানি ভাইয়ের নেতৃত্বে মিছিল শুরু করি।

রবিবার (১ ডিসেম্বর) আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন সংলগ্ন বি.বি রোডে, শহীদ রবিউল স্মৃতি সংসদের উদ্যোগে, নব্বই’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ ২নং রেলগেইটে পহেলা ডিসেম্বর, পুলিশের গুলিতে নিহত শহীদ রবিউলে ৩৪ তম মৃত্যু বাষির্কীতে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মো. স্বপন চৌধুরী বলেন, বিএনপি যে রাজনীতি দেশবাসীকে উপহার দিয়ে গেছে। আগামীতে এই বিএনপির উপর মানুষের শতভাগ আস্থা আছে। আমরা চেষ্টা করবো মানুষের এই আস্থাকে সমুন্নত রাখার জন্য। যাতে করে মানুষ আনন্দ চিত্তে বিএনপি’কে ভোট দিয়ে আবার ক্ষমতায় নিয়ে আসে। আমাদের নেতাকর্মীদের আচরণ হবে সহনশীল।

মহানগর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মামুনের সঞ্চালনায় ও নিহত রবিউলের বাবা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা জাসাস’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরী, মহানগর বিএনপি’র নেতা আওলাদ হোসেন, ‌হো‌সিয়ারী এসো‌সি‌য়েশ‌নের প‌রিচালক মো. শাহীন হো‌সেন, এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর দর্জি শ্রমিক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মহানগর দর্জি শ্রমিক দলের সভাপতি মনির মল্লিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবদল সহ সভাপতি পার‌ভেজ ম‌ল্লিক, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সভাপতি টিপু খান, সাবেক মহানগর যুবদল নেতা মনিরসহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email