বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05অর্থনীতি

বিকেএমইএ পদত্যাগপত্র প্রত্যাহার করলেন মনসুর আহমেদ

লাইভ নারায়ণগঞ্জ: বিকেএমইএ সিনিয়র সহ সভাপতি মনসুর আহমেদ দাখিলকৃত পদত্যাগপত্র, প্রত্যাহার করেছেন। শনিবার (৩০ নভেম্বর) লিখিতভাবে বিকেএমই’র বরাবর ওই পদত্যাগপত্র প্রত্যাহার করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন মনসুর আহমেদ।

পদত্যাগপত্র প্রত্যাহার প্রসঙ্গে উল্লেখ করা হয়ন, ‘আমি মনসুর আহমেদ গত ২৮ নভেম্বর বিকেএমইএ নির্বাহী সভাপতি বরাবর পত্র দিয়ে অনেকটা চাপে পরেই আমার সিনিয়র সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করে অব্যাহতি চাই। সেই পদত্যাগ পত্রে বিকেএমইএ’র বর্তমান সভাপতি’কে এবং কয়েকজন বোর্ড সদস্যকে ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে উল্লেখ করে জুলাই আগষ্টের গণহত্যার সাথে জড়িত বলে উল্লেখ করেছিলাম, যা আমার একান্তই অনিচ্ছাকৃত এবং অজান্তে উল্লিখিত হয়েছে এবং যাহা কোনভাবেই সত্য নয়।

আমি অনুভব করতে পারছি, আমার গৃহীত সিদ্ধান্তটি বর্তমান বাংলাদেশ নীটওয়‍্যার সেক্টর এবং সংগঠন হিসেবে বিকেএমইএ’র স্বার্থের সাথে সাংঘর্ষিক এবং বিপরীতমুখী। পত্রটি পূণঃপর্যালোচনা করে আমি বুঝতে পেরেছি পদত্যাগ পত্রে উল্লিখিত তথ্যগুলো বাস্তবতা বিবর্জিত এবং সম্পূর্ণরুপে ভুল হিসেবে অনুধাবিত হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার বক্তব্য প্রত্যাহার করে স্বজ্ঞানে ঘোষণা করছি যে, বিকেএমইএ’র সভাপতি জনাব মোহাম্মদ হাতেম কোনভাবেই কখনই এ ধরণের গণবিরোধী ফ্যাসিষ্ট সরকারের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন না।’

অতএব, ‘বিকেএমইএ’র নিকট ২৮ নভেম্বর ২০২৪ইং তারিখে আমার প্রদানকৃত পদত্যাগ পত্রটি প্রত্যাহার করে নিচ্ছি এবং হাতেমের নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে দায়িত্ব পালন করে যেতে আগ্রহ প্রকাশ করছি।’.

এর আগে, ২৮ নভেম্বর বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টদের দোসর আখ্যায়িত করে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে সংগঠনের নির্বাহী সভাপতি বা প্রশাসনিক সমন্বয়কারী বরাবরে পদত্যাগপত্র দাখিল করেন সিনিয়র সহসভাপতি মনসুর আহেমদ।

RSS
Follow by Email