সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, কয়েকটি বাস জব্দ
লাইভ নারায়ণগঘঞ্জ: ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হতদরিদ্র সাধারণ মানুষকে প্রলোভন দেখানো হয়েছে। আর এভাবেই বিভিন্ন পয়েন্ট থেকে বড় বড় বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
সোমবার (২৫ নভেম্বর) পুলিশে খবর পেয়ে ঢাকা মুখে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। আবার অনেক জায়গায় রওনা হওয়ার আগেই পুলিশ বাস জব্দ করেছে ছত্রভঙ্গ করে দিয়েছে।
‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের কথিত এই সমাবেশে নেওয়ার জন্য নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫ শতাধিক নারী ও কিশোরীকে একত্রিত করা হয়। উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় আটটি বড় বাস ও মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় আরো দশটি বাস সকাল মানুষজন দেখতে পায়। বাস গুলিতে উঠে ঢাকা যাওয়া জন্য অপেক্ষা করছিল। খবর পেয়ে বন্দর থানা পুলিশ বিএনপি নেতা কর্মীরা বাস আটক করে সবাইকে নামিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বন্দর থানা পুলিশ কয়েকটি বাসের কাগজ জব্দ করে।
বাসযাত্রী নারীরা জানায়, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা এক দুই শ’ টাকা করে নিয়েছে। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।