সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Led05অর্থনীতি

২২ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ডের ১ম যৌথ সভার আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ওিই অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ ইং মেয়াদের নির্বাচন আগামী বছরের ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। সেই প্রেক্ষীতে বানিজ্য সংগঠন বিধি অনুযায়ী যে সকল প্রতিষ্ঠান ২৩ ডিসেম্বররের মধ্যে ২০২৪ সালের বকেয়া চাঁদা, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর প্রত্যয়ন পত্র জমা প্রদান করবে শুধু সে সকল প্রতিষ্ঠানই ভোটার তালিকায় অন্তভূক্ত হবে উল্লেখ করে বানিজ্য সংগঠন এর নির্বাচন বিধি অনুযায়ী সম্পূর্ণ নির্বাচন তফসিল প্রণয়ন করা হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা ব্যবসায়ীক কাজে দেশের বাইরে থাকায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এর অনুরোধে এবং উপস্থিত নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও সকল সদস্যদের সম্মতিক্রমে সভার সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের সদস্য জনাব মাহমুদ হোসেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ড এর সদস্য মাহমুদ হোসেন, স্বপন চৌধুরী, নির্বাচন আপীল বোর্ড এর চেয়ারম্যান ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও এড. মো. জাকির হোসেন।

উল্লেখ্য, গত ১০ই নভেম্বর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ১২তম কার্যকরি সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়, নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক জনাব প্রবীর কুমার সাহা মহোদয়কে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মাহমুদ হোসেন এবং দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক জনাব স্বপন চোধুরী এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে জনাব ফজলুল হক রুমন রেজা যিনি নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র এড. মোঃ জাকির হোসেন কে নির্বাচন আপীল বোর্ডের সদস্য হিসাবে সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

RSS
Follow by Email