রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Led02শিক্ষা

আরপিএস বিশ্ববিদ্যালয়ে ডিসি ‘স্বপ্ন পূরণ করতে পরিকল্পনা করো, এগিয়ে যাবে’

লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, জীবণে সফল হতে হলে বই পড়। অবৈধ পন্থায় টাকা রোজগারের পিছনে ছুটতে হবে না। অন্যের মাথা ভেঙে টাকা ইনকাম করার লাগবে না। অন্যকে ঠকিয়ে জীবণ গড়ার লাগবে না। জীবণ গড়ে তুলতে অধ্যয়ন করো। তোমার আশেপাশের মানুষ চমকে উঠবে। তোমার ক্লাসমেট হয়ত জানে না, তুমি রাতে কিংবা ভোর বেলায় ঘুম থেকে উঠে অনেক অধ্যয়ন করো। একসাথে হাটছো, ক্লাসে যাচ্ছো ও খেলাধুলা করছো। কিন্তু প্রতিদিন রাতে তুমি দশ পৃষ্ঠা করে বই পড়ছো। পাঁচ বছর পর, তোমার সাথে যে আড্ডা দিচ্ছে, সে মানুষটার সাথে তোমার বিশাল তফাত হয়ে যাবে। এটি এক বছরে নয়, ছয় মাসে নয়, কিন্তু পাঁচ বছরের ব্যবধানে ঠিকই বোঝা যায়।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন করতে চাই, তোমাদের পরিকল্পনা কি। অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। অনেকে বুয়েটে, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আবার অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কেউ কেউ চাকরির পেছনে ছুটবে। আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ও ট্রেসারার সাহেব দীর্ঘ শিক্ষাজীবনের পর তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। টাকা রোজগার করা মূল উদ্দেশ্য নয়। তারা দেশের জন্য আরও কিছু ভালো মানুষ তৈরীর জন্য চেষ্টা করছেন। আমাদের জীবনটা আসলে কমপাউন্ড ইনটারেস্ট। মানুষের খুব দ্রুত উন্নতি ভালো না। ধীরে ধীরে একটা মানুষ যখন নিজের জীবনের উন্নতি ঘটায়, সেটি অনেক স্থায়ী হয়।

তিনি বলেন, আজকে যারা এইচএসসি পাশ হয়েছেন, সকলে একই প্লাটফর্মে রয়েছেন। সবাই জীবনে সফল নাও হতে পারে। পাঁচ বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, সেই নিয়ে রাত্রে ডায়রি লিখবে। তোমাদের মধ্যে সবাই লিখবে না, আমি নিশ্চিত। কেউ কেউ লিখবে, সে কি হতে চায়। কি হতে চাওয়া, না চাওয়ার মধ্যে তফাত আছে। হার্ভার্ড বিশ্ব বিদ্যালয়ের একটি সার্ভের কথা বলি। সেখানে গ্রেজুয়েটদের উর লম্বা সময় ধরে একটি সার্ভে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে কারও কোন পরিকল্পনা ছিল কিনা। এতে ১০০ জনের মধ্যে ৩ জন পাওয়া যায়, যাদের পরিকল্পনা ছিল লিখিত। তারা জীবনে কি করতে চায়, তা লিখে রেখেছিল। ৯৭ ভাগ গ্রেজুয়েটদের তুলনায় তারা বেশি সফল হয়েছেন। প্রায় ১৩ ভাগ গ্রেজুয়েটদের লিখিতভাবে না থাকলেও তারা পরিকল্পনা করেছিলেন। তাদের সফলতার মাত্রা কিছুটা কম হলেও বাকি ৮৪ ভাগের তুলনায় তারা এগিয়ে ছিলেন। ৮৪ ভাগের কোন ভবিষ্যত পরিকল্পনা ছিল না। তাই শিক্ষার্থীদের বলছি, ডায়রিতে লিখবে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, ছয় বছর পর ২০৩০ সালে নিজেকে কোথায় দেখতে চাও। নিজের স্বপ্ন নিজের কাছে, কাউকে বলার দরকার নেই। ডায়রিতে লিখে রাখো, তবে সেই স্বপ্নে কাছে কিংবা স্বপ্ন পূরণ করতে পারবে। প্রতিদিন ২ঘন্টা নিজের জন্য বের করতে পারো। হয়ত এই সময়ে বিশ্ব সাহিত্যের বড় বড় লেখেকদের সাথে পরিচিত হবে। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় প্রতি বছরে ৫০টির মতো বই পড়া গেল। কেউ কেউ বিশ্ববিদ্যালয় শেষে আড়াইশোর বেশি বিখ্যাত লেখকের ভালো মানের বই পড়ে ফেলবে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের পড়া ছাড়া কোন পড়াশোনা হয়নি। এই দুই জনের মধ্যে বিশাল পার্থক্য হবে। যে বেশি বই পড়েছে সে বেশি সফল হবে।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে এমন চমৎকার একটি পরিবেশ। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষকদের সম্পর্কে জেনেছি। অত্যন্ত ভালো ব্যাকগ্রাউন্ডের শিক্ষকমন্ডলী এই বিশ্ববিদ্যালয়ে আছেন। যিনি ভিসি হিসেবে দায়িতদ্ব পালন করছেন, তার শিক্ষকতা জীবন প্রায় ৪৫ বছর হবে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পেছনে বেশ কয়েকজন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের সম্মানিত পরিচালক মহাবীর পতি, আরপিএসইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল, ব‍্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. গোপাল চন্দ্র সাহা , প্রকৌশল অনুষদের ডিন ড. কিংকর প্রসাদ ঘোষ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো নাজমুল হাসান, কুমুদিনী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম, আইন ও মানবাধিকার বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, প্রক্টর কাজী লতিফুর রেজা, রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. আসাদুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।

RSS
Follow by Email