শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
Led03রাজনীতি

ডিসিকে রাব্বি, ‘ন্যায্য দাবি মানুষ কীভাবে আদায় করে তা পরশুদিন দেখবেন।’

লাইভ নারায়ণগঞ্জ: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, আমরা বলেছি, ১৫ তারিখের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই। জেলা প্রশাসককে বলছি, এই গণদাবির প্রতি সম্মান রেখে ৪৫ টাকা ভাড়া ঘোষণা করুন। নাহলে আগামী পরশুদিন নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় নেমে হরতাল পালনের মধ্য দিয়ে এই আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করবে। নারায়ণগঞ্জের মানুষ আগেও তাদের ন্যায্য দাবি কীভাবে আদায় করতে হয় তা ইতোপূর্বে প্রমাণ দেখিয়েছে, আগামী পরশুদিনও দেখবেন।’

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এর আগে শহীদ মিনারে এ সমাবেশে এ কথা বলেন রফিউর রাব্বি।

এসময় তিনি আরও বলেন, ‘এই দাবি হুট করে উত্থাপন করা হয়নি। নারায়ণগঞ্জে বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বহুবছর আমরা সংগ্রাম করছি। পরিবহনকে কেন্দ্র করে এইটিকে চাঁদাবাজির উৎস হিসেবে রেখে লক্ষ-কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া দীর্ঘদিনের প্রক্রিয়া। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। শেখ হাসিনার আমলে কীভাবে কিলোমিটার প্রতি ভাড়া অযৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরিবহন খাতে সম্পৃক্ত হয়ে সরকারি মন্ত্রী-আমলারা পরিবহন মালিকদের সাথে যোগসাজসে ভাড়া নির্ধারণ করে গেছেন। বিআরটিসির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আমাদের নিয়ে কয়েকবার বসেছেন। আমরা বলেছি, কিলোমিটার প্রতি যে ভাড়া সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেটি অযৌক্তিক। স্বৈরাচারী শেখ হাসিনা তাদের দলীয় ক্যাডারদের মাফিয়াদের সুবিধা দেওয়ার জন্য এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। যে স্বৈরাচারী নেত্রীকে দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, তার প্রজ্ঞাপন কেন পালন করতে হবে?’

সমাবেশে তিনি আরও বলেন, ‘গত এপ্রিলের ওই প্রজ্ঞাপনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাড়ে ১৯ কিলোমিটারে ভাড়া দেখানো হয়েছে ৫৩ টাকা। অথচ ভাড়া নির্ধারণ করা হয় ৫৪ টাকা কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ৫৫ টাকা। এর বিরুদ্ধে বিআরটিএ কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ঢাকা-নারায়ণগঞ্জে রুটে দৈনিক ৫০ হাজার মানুষ যাতায়াত করে। যার ফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন ১ লাখ টাকা অতিরিক্ত আদায় করছে। সাধারণ মানুষের পক্ষে অবস্থান না করে এখনও মালিকদের পক্ষে আপনারা অবস্থান করছেন।’

RSS
Follow by Email