শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Led05রাজনীতি

কিছু বুদ্ধিজীবী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ‘ফ্যাসিবাদ-মাফিয়াতন্ত্র মুক্ত দেশগঠনে রাসুল সা. এর আদর্শ অনুসরণ অপরিহার্য। রাসুল সা.-এর আদর্শ থেকে দূরে থাকার ফলে ফ্যাসিবাদ, বৈষম্য, বেইনসাফ ও কায়েমি স্বার্থবাদগোষ্ঠী আমাদের উপর চেপে বসেছে। ইসলাম ছাড়া কোথাও শান্তি নেই। শান্তি ও মুক্তির একমাত্র ঠিকানা হলো ইসলাম। কিছু বুদ্ধিজীবী আজ দেশকে নতুনভাবে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। রাসুল সা. যে নীতি আদর্শ নিয়ে আসছে সেই নীতির অনুসরণ ছাড়া সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।’

সোমবার (১১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে এক গণসমাবেশে এই কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর‘র সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৫ আগস্টের পূর্বে দেশে যা ঘটানো হয়েছে তা মনুষ্য সমাজে ঘটতে পারে না। ৫ আগস্ট পরবর্তী সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জীবনবাজি রেখে অন্যান্য ধর্মাবলম্বীদের জানমাল রক্ষায় কাজ করেছে। আর এটাই ইসলামের শিক্ষা।

তিনি আগামী নির্বাচন সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে দেওয়ার জন্য অন্তরবর্তীকালীন সরকারকে উদাত্ত আহবান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ড সভাপতি মীর কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ বেলাল হোসাইনের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, যুব আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি হাফেজ মাও. নাসির উদ্দিন, শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ নেতৃবৃন্দ।

নগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন এবং নিরাপত্তার সাথে আছেন। আওয়ামী লীগ সংখ্যালঘু ইস্যুকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছে। এদেশের জনগণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রুখে দিয়েছে।

থানা সভাপতি বিল্লাল হোসেন বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় নাগালে রাখুন। সিন্ডিকেট ভেঙে দিন। কৃষকের চাহিদা অনুযায়ী সার ও বীজ সরবরাহ বৃদ্ধি এবং সারের দাম কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মাও. শামসুল আলম বলেন, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা বন্ধ করে সবাইকে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যও তিনি সকল দল ও ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশে বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরে এতো বেশি পরিমাণ সমর্থন নিয়ে আর কোনো সরকার পায়নি। এতো সমর্থন পাওয়ার পর আপনাদের ভয় কিসের? আপনারা রাষ্ট্রের আমূল পরিবর্তন আনুন। প্রয়োজনীয় সংস্কার করুন বিনা ভয়ে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী যেন আপনাদের দ্বারা বিশেষ কোনো সুবিধা না পায় সেদিকে সতর্ক ও সজাগ থাকতে হবে। আপনাদের মনে রাখতে হবে ফ্যাসিবাদের ও মাফিয়াদের বিরুদ্ধে আমাদের শহীদের রক্ত যেন অমলিন না হয়।

RSS
Follow by Email