রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led01Led02আদালত

সাবেক মেয়র আইভীর ভগ্নিপতিকে কারাগারে প্রেরণ,পরবর্তী শুনানি ২৭ নভেম্বর

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরকে (৬৫) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রবিবার (১০ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ওই নির্দেশনা দেন। আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইয়ূম খান।

তিনি বলেন, বদিউজ্জামান নিহতের ঘটনায় তার স্ত্রী আদুরী খাতুন বাদি হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অনেকের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন। এই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সাথে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

RSS
Follow by Email