বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
Led03রাজনীতি

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রয়োজন খেলাধুলা: রিয়াদ চৌধুরী

লাইভ নারায়ণগঞ্জ: ‘খেলাধুলা মানসিক বিকাশের পাশাপাশি মানুষকে অপরাধ থেকে বিরত রাখে। সমাজের দায়িত্বশীল, জনপ্রতিনিধিদের উচিত এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। এর জন্য প্রয়োজন বেশী বেশী খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা।’

শুক্রবার (৮ নভেম্বর) রাতে ফতুল্লা পাইলট স্কুলের ছোট মাঠে এই কথা বলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী। দাপা কবরস্থান রোড যুব সংঘ‘র আয়োজিত নাইট ডিগবার ফুলবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ চৌধুরী বলেন, ফতুল্লা পাইলট স্কুলকে ঘিরে এক সময় মাদকের ঘাঁটি তৈরী হয়েছিল। ৫ আগষ্টের পর তা আর নেই। এখন পাইলট স্কুলের এই মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। যে সমস্ত মাঠে খেলাধুলা হচ্ছে না সে সমস্ত মাঠগুলোকে খেলার উপযুক্ত করার উদ্যোগ নিতে হবে। ফতুল্লা ডিআইট মাঠ এতোদিন কুক্ষিগত করে রাখা হয়েছিল। আমরা সেই মাঠ এখন খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এভাবে প্রতিটি এলাকার খেলার মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করা প্রয়োজন।

ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সাংবাদিক মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আ. খালেক টিপু, সাবেক ছাত্র নেতা জুয়েল আরমান, যুবদল নেতা জাহিদ, হোসেন প্রমুখ।

RSS
Follow by Email